হিলি বাজারের পেঁয়াজ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, যতদিন যাচ্ছে তত সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। গত তিন দিন আগে যে কাঁচা মরিচ কিনলাম ২০০ টাকা কেজি সেই মরিচ আজকে ৩২০ টাকা কেজি ধরে কিনলাম, আর পেঁয়াজ কিনলাম ভারতীয় ১০০ টাকা কেজি। দেশিটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে যদি ১২০ টাকা কেজিতে বাড়ে তাহলে আমরা কেমনে কিনে খাব।