রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৩০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যন্ত্রসংগীত উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দেশের যন্ত্রসংগীত চর্চার প্রচার ও প্রসারের লক্ষ্যে এ উৎসব আয়োজিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। উৎসবের উদ্বোধনী করবেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। উদ্বোধনী ও আলোচনা পর্ব শেষে রংপুর জেলার শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে সমবেত যন্ত্রসংগীত।
এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার শিল্পীরা একক ও দলীয় যন্ত্রসংগীত পরিবেশন করবেন। পরিবেশনায় থাকছে বাঁশি, কাঠি ঢোল, দোতরা, খমক, তবলা, এস্রাজ, সেতার, বেহালা, সাঁনাই ও হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে শাস্ত্রীয় ও লোক সংগীত। উল্লেখ্য, দেশের ৬টি বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে এ উৎসব আয়োজন করা হবে। যন্ত্রসংগীত চর্চার প্রতি আগ্রহ বাড়ানো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।