অপরাধ

গাইবান্ধায় মাদক জব্দ তিন কারবারি গ্রেফতার

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

২৬ জানুয়ারী ২০২৪


| ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক দুই স্থানে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে এ তথ্য নিশ্চিত করেছে। বগুড়া সদরের চাঁদমহিরীপুর গ্রামের মৃত খয়বর ফকিরের ছেলে গোলাপ ফকির (৭১),  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মাইনুল হকের ছেলে কাদের আলী (২২) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে জিহাদ শেখ (১৯) কে গ্রেফতার করা হয়।। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্য রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের রংপুর-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ যাত্রীবেশি গোলাপ ফকিরকে গ্রেফতার করা হয়। অপরদিকে, যাত্রীবাহী বাস তল্লাশি করে কাদের আলীর কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে তাকে গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়। রংপুরগামী নিউ তিশা বাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী জিহাদ শেখের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে জব্দসহ তাকেও গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মাদকের সাথে জড়িত ওইসব কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

33