বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

১৬ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারীভাবে ধান ও চাল সহ গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য,২৫ কুড়িগ্রাম-১ জনাব এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল আহাদ, আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, ও জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, কৃষক রাহাত চৌধুরী প্রমুখ। 

মাননীয় জাতীয় সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে  বলেন, ধান ও চালের গুনগতমান বজায় রেখে গুদামে খাদ্য সংগ্রহ করতে হবে। যাতে করে এর সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে। উল্লেখ্য এ উপজেলায় চলতি বছর প্রতি কেজি ধান ৩২টাকা দরে ১৬৬৯ টন, সিদ্ধ বোর চাল প্রতি কেজি ৪৫ টাকা দরে ৮৫৭৪ টন এবং আতপ চাল ৪৪ টাকা দরে ১৪১টন ক্রয় করবে বলে জানিয়েছে সংশিষ্ট দপ্তর।

93