বাংলাদেশ

উলিপুর বাজারে সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

১৪ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে উলিপুর বাজারে সর্বস্তরের জনগণের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে পৌর শহরের কুড়িগ্রাম-চিলমারী রোডে গবার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) পংকজ চন্দ্র রায় পিপিএম। অনুষ্ঠানে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম (পিপিএম সেবা) ও উলিপুর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম। এ ছাড়াও উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক মঈনুল হোসেন মন্ডল দুলু, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম, বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উলিপুর বাজারে সর্বসাধারণের নিরাপত্তার দিক বিবেচনা করে জেলা পুলিশের আয়োজনে পৌর শহরের উলিপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। 

28