বাংলাদেশ

স্রোতের বিপরীতে দেশ ও জাতীর কথা বলবে দেশ রূপান্তর

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

০৪ মার্চ ২০২৪


| ছবি: 

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চমবার্ষিকী গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসহ আনন্দ উৎসব আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা ও পরে  অতিথিদের নিয়ে দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটেন প্রত্রিকার গাইবান্ধা প্রতিনিধি রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যনিবার্হী সাবেক  সভাপতি আমিনুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক । এছাড়াও শুভেচ্ছা বক্তাব্য এশিয়ান টেলিভিশনের স্ট্যাফ রিপোর্টার সভাপতি খালেদ হোসেন, সাংবাদিক রজদকান্তি বর্মণ, ফোকাস বাংলার সাংবাদিক কুদ্দুস আলম, সাংবাদিক হারুনর রশিদ প্রমূখ। বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি শুরু থেকে সত্য ও সাহসিকতায় দেশ ও জাতিকে গুরুত্বপুর্ণ খবর প্রকাশ করে আসছে। ৫ বছরে অন্যায়ের সঙ্গে আপষ করেনি। দেশ রূপান্তরের প্রতি মানুষের আস্থা বেশি। আশা করি, দেশ রূপান্তর স্রোতে গা ভাসিয়ে না দিয়ে ,স্রোতের বিপরীত থেকে সত্য প্রকাশে অবিচল থাকবে। সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে দেশ রূপান্তর।

15