বাংলাদেশ

রংপুর সাহিত্য একাডেমির ৫৮তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৯ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

 

রংপুর সাহিত্য একাডেমির ৫৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর রবিবার বিকেল চারটায় অনৃষ্ঠিত হয়। চান্দ মিয়ার সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনা করেন ভালোবাসার কবি জোসেফ আখতার, মমতাজ বেগম, মমিনুল ইসলাম জালাল, নজরুল ইসলাম, সুফি জাহিদ হোসেন, সরকার বাবলু, আব্দুল কুদ্দুস, বজলুর রশিদ, লায়লা শিরিনা, পারভীন আক্তার, মোক্তার হোসেন, মিজানুর রহমান মিজান, রিফাত হোসেন, সোহান, মানিক, শাহ্ আলম ও তোজাম্মেল হোসেন। আলোচনার মাঝে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়- ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং কবি ও লেখক লায়লা শিরিনার মেয়ে এসএসসি/২৪ ভালো ফলাফল করায় তাকে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন সাধারণ সম্পাদক শাহ্ আলম।

12