বাংলাদেশ

নারায়ণগঞ্জে ফুলবাড়ীর রফিকুল প্রতারক গ্রেফতার

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

২৭ জানুয়ারী ২০২৪


| ছবি: প্রতিনিধি

ঢাকা ও চট্টগ্রামে চারটি প্রতারনা মামলা। পরিচয় গোপন করে বসবাস করেন নারায়নগঞ্জে। চাকুরীর প্রলোভনে টাকা হাতিয়ে নেয়াই তার কাজ। এমন এক প্রতারককে অবশেষে ৪টি মামলার ওয়ারেন্টমুলে নারায়ণগঞ্জের কাচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই প্রতারকের নাম রফিকুল ইসলাম(৩৭)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত আজগার আলীর ছেলে। পুলিশ জানায়,  রফিকুলের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী থানায় এনআই এ্যাক্ট ও প্রতারনার অভিযোগে দুইটি এবং ঢাকার ভাটারা থানায় এনআই এ্যাক্ট এ দুটি সহ ওয়ারেন্টভুক্ত মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় আদালত ওয়ারেন্ট জারী করলে রফিকুল পরিচয় গোপন করে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। এক পর্যায়ে গ্রেফতারী পরোয়ানা ফুলবাড়ী থানায় পৌছিলে পুলিশ খোঁজ খবর নেয়া শুরু করে।

পরে ফুলবাড়ী থানার এসআই তাজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪ দিনের  বিশেষ অভিযান পরিচালনা করেন। দীর্ঘ অভিযানের পর গ্রেফতারী পরোয়ানাভূক্ত  আসামী  রফিকুলকে শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত প্রতারক রফিকুলকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

 

28