বাংলাদেশ

ফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

১৪ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

"তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, মানবতার টানে ভয় নেই রক্তদানে” এই স্লোগান ধারণ করে ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে একটি রেলি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোণা মোড়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সংবাদকর্মী নুরনবী মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সলিমুল্লাহ, দাতা সদস্য ও উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক হাবিবুর রহমান হাবিব প্রমূখ। পথ সভা শেষে তিনকোণা মোড়সহ বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চালান সংগঠনটি। উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁটি সমাজ কল্যাণ সংস্থাটি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সুনামের সহিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে আসছেন। এছাড়াও বিভিন্ন অসুস্থ রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করে আসছেন। 

36