বাংলাদেশ

গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিল সহ আটক দুই

মাহফুজার রহমান, গংগাচড়া   রংপুর

২৬ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের দীপ্তিময়  সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী ২৪ ঘন্টায় একটি উল্লেখযোগ্য সফল অপারেশন করে। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ মে) রংপুরে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামে আসামী সোনামিয়ার বসত ঘরের ভিতরে  অভিযান পরিচালনা করে ১৪৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  সোনা মিয়া (৩৫), পিতা- আজিজুল ইসলাম, সাং-বড়রুপাই (জমচওড়া) এবং মোস্তাকিম মিয়া  লিটন (২৯), পিতা-আব্দুল খালেক। উভয় সাং-বড়রুপাই (জমচওড়া), থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক করেন এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

 

39