বাংলাদেশ

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মিঠু মুরাদ,পাটগ্রাম   লালমনিরহাট

২৬ এপ্রিল ২০২৪


| ছবি: 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালংগী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৮/৯ এস এলাকায় বাংলাদেশের ভিতরে এ হত্যাকন্ড ঘটে। নিহত আবুল কামাল ওই এলাকার ঝালঙ্গী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিন ছেলে।সীমান্তবাসী জানান, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১বিজিবি) এর ঝালংগী বিওপির এলাকার সীমান্ত পিলার ৮৪৮/৯ এস এর নিকট দিয়ে কিছু সংখ্যক বাংলাদেশী চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেটপাড়া নামক স্থানে প্রবেশ করলে ভারতীয় প্রতিপক্ষ ১৬৯/ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ফায়ার করে। এতে একজন বাংলাদেশী নাগরিক আবুল কালাম (২০) নামে ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হলে তার সাথে থাকা অন্যান্য সংগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছে। থানা পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি করেছে।’ পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদকে পাটগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। 

35