বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

০৮ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে“স্মার্ট ভূমিসেবা” এই প্রতিপাদ্যের আলোকে  ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। চলতি মাসের ৮ তারিখ থেকে আগামী ১৪ তারিখ পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালিত হবে। এই ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট তাহমিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ, মেডিকেল অফিসার বুলবুল আহম্মেদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম বলেন, উপজেলা ভূমি অফিস ভূমি মালিকদের দ্রুত সেবা দানে নিরলস কাজ করে যাচ্ছে। ভূমি মালিকরা এখন ভূমি অফিসে না এসে ইন্টারনেট ব্যবহার করে ভূমির খাজনা ও নামজারি সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহন করতে পারবেন।

40