বাংলাদেশ

নাগেশ্বরীতে ২৭৯ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

আবুল কুদ্দুস চঞ্চল, নাগেশ্বরী   কুড়িগ্রাম

১১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওয়াধীন ৫ম পর্যায়ে ১৯ উপজেলায় মঙ্গলবার ১৮ হাজার ৫৬৬ টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে নাগেশ্বরীতে ১৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অডিটরিয়ামে সুবিধাভোগীদের মাঝে জমি ও গৃহের চাবি ও ফোল্ডার হস্তানন্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার প্রমুখ। 

27