বাংলাদেশ

 সাদুল্লাপুরে গাঁজাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

০৩ মার্চ ২০২৪


| ছবি: 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় ওমর ফারুক (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। রোববার বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার মহাসড়কে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। আটককৃত ওমর ফারুক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারটারী গ্রামের আফজাল হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন. ওই সময় গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জগামী সোনার মদিনা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস (মেট্রো ব ১১-০০৪৯) তল্লাশি করে আড়াই কেজি শুকনো গাঁজা জব্দসহ ওমর ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

29