বাংলাদেশ

ব্রহ্মপুত্রের নদের কাশবন থেকে চোরাই গরু উদ্ধার

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

০৮ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া বুগার পটল দুর্গম চরাঞ্চল এলাকার থেকে চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে সাঘাটা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুম। এরআগে গত শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্রের নদের বুগার পটল চরের কাশবনের ভেতর থেকে ১২ টি গরু উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিন সাথালিয়া বুগার পটল চরে কাশবনের মাঝে অভিযান পরিচালনা করা হয়। এসময় অজ্ঞাত চোররা পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু রেখে পালিয়ে যায়। পরে কাশবনের মাঝ থেকে ছোট-বড় মোট ১২ টি দেশি জাতের গরু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চারটি গরুর মালিক একই উপজেলার ঘুরিদহ ইউনিয়নের যাদুর তাইড় গ্রামের মোহাম্মদ শফিউর রহমানের নিকট দেওয়া হয়েছে। বাকি আটটি গরুর প্রকৃত মালিকের সন্ধান করছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ শফিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, সাঘাটা থানার সীমান্তবর্তী থানা সমূহে বেতার বার্তা পাঠানো হইয়াছে। প্রকৃত মালিক পাওয়া গেলে গরু তাদের হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

12