বাংলাদেশ

পীরগাছায় মানুষের জীবন মান উন্নয়ন নিয়ে পটগান ও নাটক প্রদর্শন

রবিউল আলম বিপ্লব,পীরগাছা   রংপুর

২৬ জানুয়ারী ২০২৪


| ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় খালের দু'ধারের মানুষের জীবন মান উন্নয়ন ও সুবিধা নিয়ে বাংলার ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সারা মেমোরিয়াল হাইস্কুল মাঠে এলজিইডির উদ্যোগে জাপান উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটানদী খালে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) জাইকার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
কাটানদী খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এসএম হেছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল ও কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাইকা-২ এর সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ জয়নাল আবেদীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়া ছাননাল, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের সমাজ বিজ্ঞানী লুৎফা খাতুন বুবলি ও সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম। বাংলার ঐতিহ্যবাহী পটগান পরিবেশন ও নাটক প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাটানদী খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি, এসএম হেছানুর রহমান।  অনুষ্ঠানটির সঞ্চলনা করেন সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির কোষাধ্যক্ষ গালিুর রহমান রতু। অনুষ্ঠানে কাটা নদী খাল খননের পরে দুই ধারের মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এলজিইডি ও জাইকার একান্ত সহযোগিতা কামনা করেন কাটানদী খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি এসএম হেছানুর রহমান।

43