বাংলাদেশ

নবাবগঞ্জে বড় ব্যবধানে চেয়ারম্যান প্রার্থী নাইন্টির জয় 

প্রতিনিধি নবাবগঞ্জ   দিনাজপুর

০৬ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) বিজয়ী হয়েছেন। তিনি ৪৯ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী একই দলের নিজামুল হাসান শিশির ১৫ হাজার ১শ ৫৫  ভোট পান । দুজনের ভোটের ব্যবধান ৩৪ হাজার ৭শ ৭৬ ভোট। এদিকে ২৬ হাজার ৫শ ৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে  আইনুল হক চৌধুরী (চশমা ) ও ২৩ হাজার ৪শ ৫১ ভোট পেয়ে শাবানা বেগম(কলস) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। রাত ১০টায় উপজেলা পরিষদ ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এ সময় উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

13