বাংলাদেশ

পানিতে ডুবে মারা গেল দেড় বছরের শিশু

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

১০ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাছ চাষ করা জমির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম ফারিয়া।সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুল ইসলাম এর মেয়ে। সোমবার(১০ জুন) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে এলাকাবাসী ও পরিবার জানায়, সোমবার ( ১০ জুন) দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলতে ছিলো। তার মা ঘরের কাজে ব‍্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসলে এসময় পাশে মাছ চাষ করা নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে ফারিয়ার মা খোঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষনা করেন। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। 

11