বাংলাদেশ

কাউনিয়ায় বছর ব্যাপী ফল উৎপাদনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

প্রতিনিধি কাউনিয়া   রংপুর

১৩ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের  কাউনিয়ায় বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৩ জুন)   সকালে  উপজেলা হর্টিকালচার সেন্টার, ডিএই,  বুড়িরহাট রংপুরের  বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে    টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে  দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বছরব্যাপী ফল উৎপাদনের উন্নতি প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালায় আম, কাঠাল, পেয়ারা, লিচুসহ বিভিন্ন উন্নত জাতের ফল ও বিভিন্ন উন্নত জাতের সবজির বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক     হর্টিকালচার সেন্টার ডিএই বুড়িরহাট রংপুরের  উপপরিচালক  কৃষিবিদ আবু সায়েম, এছাড়া বছরব্যাপী ফলের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, পোকার আক্রমন থেকে এ ফলকে সুরক্ষা রাখা যায় এবং উন্নত জাতের বিভিন্ন সবজি চাষ পদ্ধতি, পোকার আক্রমন থেকে কিভাবে রক্ষা করতে হয় সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বক্তব্য রাখেন - হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ হেনা নাসরিন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ইশারত আলী প্রমূখ।

এ সময় কৃষক মোঃ জাহিদুল ইসলাম  বলেন কৃষি বিভাগ  কাউনিয়ায়  কৃষিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে যদি কার্যক্রম চলমান রাখে তাহলে অন্য  উপজেলা  থেকে  কাউনিয়া উপজেলা অনেক ধাপ এগিয়ে যাবে। এ প্রশিক্ষণ পেয়ে কৃষক-কৃষাণীরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পেরে সকলে কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের প্রশিক্ষণ আমরা যাতে আরো পেতে পারি। তার ব্যবস্থা করতে কৃষি বিভাগের প্রতি অনুরোধ জানান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন কৃষক দলের ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসভা শেষে কৃষক-কৃষানীদের মধ্যে বিভিন্ন ফলের চারা গাছ বিতরণ করা হয়েছে।

9