বাংলাদেশ

খানসামায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

১০ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নব্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি সচিব, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর, উপ-সহকারি ভূমি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সহকারী কমিশনার ভূমি জানান, উপজেলায় ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

25