বাংলাদেশ

৫৪০ কৃষককে সুন্দরগঞ্জে প্রশিক্ষণ দিবে কৃষি বিভাগ 

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

২৯ জানুয়ারী ২০২৪


| ছবি: 

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. রুস্তম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আলীমো. মিজানুর রহমান মন্ডল ও মো. মোবাশ্বের ।

কৃষি কর্মকর্তা বলেন, প্রতি ব্যাচে ৬০ জন করে কৃষক প্রশিক্ষণ নিচ্ছেন। এ ট্রেনিং শুরু হয়েছে এ মাসের ২১ তারিখে। মাঝে মাঝে গ্যাপ দিয়ে চলবে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত। এ প্রকল্পে মোট ৫৪০ জন কৃষক প্রশিক্ষণ পাবেন। 

25