বাংলাদেশ

সুন্দরগঞ্জে ৬ হাজার কম্বল বিতরণ করবেন মহসিন সরদার 

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

৩১ জানুয়ারী ২০২৪


| ছবি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল দিচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু। বুধবার দুপুর ১২ টার দিকে ঝিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রতিনিধি দল এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোটো ভাই মো. মাহফুজ পল্লব সরদার, তাম্মাম সরদার, প্রেস সচিব মো. হাসানুজ্জামান হাসান, জাপা নেতা মো. সাদেকুল ইসলাম ও মো. ফরহাদ মন্ডলসহ অনেকে। প্রেস সচিব জানান, পৌরসভা ও ১৫ ইউনিয়নে মোট ৬ হাজার কম্বল বিতরণ করা হবে। গত এক সপ্তাহ ধরে প্রত্যেক ইউনিয়নে গিয়ে গিয়ে বিতরণ করা হচ্ছে। আশা করছি, আগামী দুই তিন-দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। 

26