বাংলাদেশ

চিলমারীতে অগ্নীকান্ডে নগদ অর্থ সহ ৫টি ঘর পুড়ে ছাই

প্রতিনিধি চিলমারী   কুড়িগ্রাম

২১ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ভয়াবহ অগ্নীকান্ডে ৫টি বসত ঘর, ১টি মুদি দোকান, নগদ টাকা, ধান চাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেলে মাচাবান্দা ফকিরপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়। মহূর্তের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জোবেদা বেওয়া (৬৫), স্বামী-মৃত মতিয়ার, মমেনা বেগম (৩০), স্বামী- জিয়ারুল, সবুজ মিয়া (৪০), পিতা- নুর আমিন, আবু বক্কর (৬৫), পিতা- মৃত আব্দুল শেখ, মজিবর রহমান (৪০), পিতা- মাহবুর জানান, আগুণের লেলিহান শিখায় চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মমেনা বেগম দুটি এনজিও থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরে রেখেছিল। টাকা বের করতে পারেনি। তারা জানান, ৫টি পরিবারের প্রায় ৫০ মন ধান, ৫ মন চালসহ নগদ টাকা পুড়ে গেছে। এখন তাদের সম্বল খোলা আকাশ আর বসতভিটা টুকু। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ গোলাম রব্বানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদ আনোয়ার পলাশ, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম সবুজ, সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। থানাহাট ইউপি চেয়ারম্যান ৫টি পরিবাররের প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার করে টাকা আর্থিক সহায়তা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, লবনসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহায়তা করেন। 

31