বাংলাদেশ

রাবিয়ান ক্লাব সৈয়দপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

০৩ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাবুপাড়াস্থ পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন।
 রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর সভাপতি ও তারাগঞ্জ উপজেলার সয়ার কাজীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  আবু হেনা মোহাম্মদ কাওসার চপলের সভাপতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি হাফেজ মো. আব্দুল মুনতাকিম,সাধারণ সম্পাদক তারিকুল আলম তারিক,যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাবেদ লাবু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিয়া পারভীন সাথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল লতিফ বাপ্পী, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য কহিনুর বেগম, রেহানা খানম, মো. আখতারুজ্জামান  প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে দুই শত কম্বল বিতরণ করা হয়েছে।

27