বাংলাদেশ

গাইবান্ধায় বিশুদ্ধ ঠান্ডা খাবার স্যালাইন পানি বিতরণ

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

২৮ এপ্রিল ২০২৪


| ছবি: 

চলমান তীব্র তাপদাহে পথচারীদের পিপাসা নিবারনের লক্ষে গাইবান্ধায় বিশুদ্ধ ঠান্ডা খাবার স্যালাইন পানি বিতরণ করা হয়েছে। রোববার গাইবান্ধা প্লানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার উদ্যোগে শহরের ডিবি রোডে পথচারীদের মাঝে এসব বিতরণ করা হয়। 

এসময় সংগঠনের সভাপতি ফরমান আলী, সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা, হাসানুল হক, চমক কুমার সরকার, ফজলে রাব্বি, শিমুল কুমার সরকার, সাকিল আহমেদ এবং গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ্ উপস্থিত ছিলেন।

সংগঠনটি চলমান তীব্র তাপদাহে পথচারীদের পিপাসা নিবারনের লক্ষে ভ্যানে করে ভ্রাম্যমাণ পানির ট্যাংকের মাধ্যমে  প্রায় এক হাজার পথচারীদের মাঝে এই ঠান্ডা খাবার স্যালাইন পানি বিতরণ করে। 

সংগঠনের সভাপতি বলেন, তাপমাত্রা যদি এরকম থাকে তবে এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।

107