বাংলাদেশ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

১৫ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৫ মে)দুপুর দেড়টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। নিহতরা হলো- ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে লিপন মিয়া (৬)এবং মাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে জানান স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম। ইউপি সদস্য শফিকুল ইসলাম আরো জানান, শিশু দুটি বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। লিপন শিশু শ্রেণী ও মেহেদী প্রথম শ্রেণীতে পড়লেখা করে। তাদের বাড়ি ওই  স্কুলের পাশে এবং সেখানে একটি পুকুর রয়েছে। স্কুল ছুটির পর লিপন পুকুরে গোসল করতে নামে। এ সময় তাকে ডুবে যেতে দেখে মেহেদী হাসান পুকুরে ঝাঁপ দিলে দুজনেই ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, তারা দুজনই আমার স্কুলের শিক্ষার্থী ছিল। একজনকে উদ্ধার করতে গিয়ে দুজনই মারা গেছে। বিষয়টি দুঃখজনক। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

27