বাংলাদেশ

সৈয়দপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এমপি সিদ্দিকুল আলমকে সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

০৩ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: প্রতিনিধি

নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিককে   সৈয়দপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহরের শহীদ জহুরুল হক সড়কে সংগঠনের কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন সরকার। সৈয়দপুর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য  দেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এবং  সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
 এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান  বেবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। পরে অতিথিদের উপহার হিসেবে গায়ে চাদর পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী - ৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সাংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক । তিনি সৈয়দপুর শহরের শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, রাজনীতিবিদরা দেশের উন্নয়নে ও দেশের মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের ব্যক্তিগত জীবনে অনিয়ম ও দুর্নীতি করলে কখনও সফলতা আসে না। তিনি  সৈয়দপুরে বিদ্যমান রেলওয়ের জমিসহ সকল সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীমহল সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

21