বাংলাদেশ

কোকাকোলা বয়কটে লিফলেট ও পোস্টার বিতরণ করলেন ৩ শিক্ষার্থী

শাহিনুর ইসলাম প্রান্ত , হাতীবান্ধা   লালমনিরহাট

১৩ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল দেশের একাংশ। এবার একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনে ঘি ঢেলেছে কোকাকোলা। বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া। ‘যেই দোকানে থাকবে কোক সেই দোকান-ই বয়কট হোক’— এমন অভিনব স্লোগানে কোকাকোলা বয়কটের জন্য অনেকেই লিফলেট ও পোস্টার বিতরণ করছেন। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার বিভিন্ন হাট-বাজারে কোকাকোলা বয়কটের জন্য নিজ অর্থায়নে ৩ কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান শুভ, রাজীব ও নাইমুর ইসলাম নাঈম লিফলেট ও পোস্টার বিতরণ করেন। 

মেহেদী হাসান শুভ বলেন, সম্প্রতি বাংলাদেশে কোকাকোলা একটি বিজ্ঞাপন প্রচার করছে। এই বিজ্ঞাপনে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কোকাকোলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। অপমান করা হয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদের বিচার বিবেচনাবোধকে। সময় এসেছে সর্বাত্মকভাবে কোকাকোলাকে বর্জন করার। 

363