বাংলাদেশ

হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে শ্লীলতাহনীর অভিযোগ

শাহিনুর ইসলাম প্রান্ত , হাতীবান্ধা   লালমনিরহাট

০৯ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়ী ঘেরাও করে মারপিঠ ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে রোকন মিয়ার বিরুদ্ধে। স্থানীয় থানা লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কেতকিবাড়ী এলাকার আতোয়ার রহমানের ছেলে রিপন মিয়ার সাথে একই এলাকার মৃত মোহর উদ্দিনের ছেলে মন্টু মিয়ার সাথে দির্ঘদিন থেকে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। মন্টু মিয়া বিভিন্ন সময় রিপন মিয়াকে ভয়ভিতিসহ হুমকি প্রদান করতে থাকে এ কারনে গত ০৫জুন/২৪ ইং তারিখে রিপন মিয়া হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করে। এ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত করে ফিরত আসলে মন্টু মিয়া ক্ষিপ্ত হয়ে রিপন মিয়া বসতবাড়ী ঘেরাও করে বাড়ীতে প্রবেশে বাঁধা দেয় এবং রিপনের মা ইসমোতারা কে ডাংমার করে শ্লীলতাহানী ঘটায়। তখন নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবারটি ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগীতা চায়। পূর্নরায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে রিপন বাদী হয়ে ৬জনকে আসমী করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেন।  

অভিযুক্ত রোকন মিয়ার বাবা মন্টু মিয়া এ বিষয়ে বলেন,তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছে এ কারনে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্তকারী পুলিশ উপ পরিদর্শক আঃ হালিম বলেন, ঘটনাস্থল গিয়েছিলাম এখন তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

18