বাংলাদেশ

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত 

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

২৫ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কুচবিহার ১২৯ ব‍্যাটালিয়নের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন বিজিবি’ এর মধ‍্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিওপির আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬২ হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পূর্ব সাহেবগঞ্জ ক্যাম্পের সাহেবগঞ্জ নামক স্থানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত  হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার বিএ-৫২৯৫ কর্ণেল মোহাম্মদ মামুনুর রশিদ, পিএসসি সহ ৪ সদস‍্যের প্রতিনিধি দল এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার সেক্টর কমান্ডার ডিআইজি ওরুজান্ট সিং ধানিওয়ানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। পতাকা বৈঠকে সীমান্তে গুলি,হত্যা বন্ধ, দুই দেশের নাগরিকদের অবাধ চলাফেরা বন্ধ, চোরাচালান ও মাদক রোধ করা, নারী ও শিশু পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করাসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করা এবং উভয়

সীমান্তের ১৫০ গজের মধ্যে ভবন নির্মানে উভয় দেশের অনুমতি নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেছেন বলে বৈঠক সূত্রে জানা যায়।পরবর্তীতে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং মধ্যহ্নভোজের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে পতাকা বৈঠক শেষ হয়।

53