বাংলাদেশ

রংপুরে সার ডিলারদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৮ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) “সার ডিলার প্রশিক্ষণ” রংপুরে অনুষ্ঠিত হয়েছে। যুগ্মপরিচালক (সার) বিএডিসি রংপুর অঞ্চলের আয়োজনে শনিবার সকালে রংপুর বিএডিসি উপপরিচালক (সব্জি বীজ) এর কার্যালয়স্থ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সার ডিলার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) (এনডিসি) আব্দুল্লাহ সাজ্জাদ। বিএডিসি রংপুর অঞ্চলের যুগ্মপরিচালক (সার) নির্ম্মাল্য কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ডিলার প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি (সার ব্যবস্থাপনা) পরিচালক সদস্য আশরাফুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল। 

উক্ত সার ডিলার প্রশিক্ষণে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন, রংপুর জেলার সভাপতি জাহাঙ্গীর আলম, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন গাইবান্ধা জেলার সভাপতি আওলাদ হোসেন কল্লোল, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম, লালমনিরহাট জেলার সভাপতি রুহুল আমীনসহ ৫ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

 

36