বাংলাদেশ

হিলিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

১৭ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার(১৭ মে) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার বাসট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে। এসময় বক্তারা প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

20