বাংলাদেশ

উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

১৪ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে বিদায় উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। প্রভাষক আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, প্রভাষক স ম আল মামুন সবুজ প্রমূখ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।

12