বাংলাদেশ

ট্রাক চাপায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সোহানুজ্জামান সোহান, ঘোড়াঘাট   দিনাজপুর

১০ মে ২০২৪


| ছবি: 

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) আনুমানিক রাত পৌনে ১০ টায় উপজেলার ৩নং সিংড়া ইউপির কলাবাড়ী ভান্ডারি বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পরদিন (আজ) দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে হাতের ছাপ নিয়ে ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করে। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম তুলি বেগম। সে বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাণীরহাট এলাকার মন্ডল পাড়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে। 

পুলিশ জানায়, স্থানীয় মেম্বার ও মানুষদের সাথে কথা বলে জানা গেছে নিহত তুলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে প্রায়শই বস্তা-ব্যাগ নিয়ে হাট-বাজার সহ রাস্তায় ঘুরে বেড়াতেন। তার নাম ঠিকানা কেউই জানতো না। অন্যের থেকে খাবার চেয়ে খেতেন। গতকাল বৃস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। এতে হাত পা ভেঙে, মাথার মগজ, পেটের নারী-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।  লাশ উদ্ধারের পর মৃতের মুখ থেতলে যাওয়ায় ওই সময় পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। এই বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সিআইডির ক্রাইমসিন ইউনিটএসে তার পরিচয় শনাক্ত করেছে। মৃতের বাবার বাড়ির এলাকার এক চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটির কোন সন্ধান মেলেনি। তবে এ বিষয়ে সড়ক আইনে একটি মামলা হবে।

32