বাংলাদেশ

গঙ্গাচড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

মাহফুজার রহমান, গংগাচড়া   রংপুর

৩১ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চাষাবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম, মাত্র ৩ কোটি ৭৬ লাখ ৭ হাজার একর। অথচ তামাক চাষে ব্যবহৃত মোট জমির পরিমাণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম।  বিশ্বের মোট তামাকের ১.৩ শতাংশই উৎপাদিত হয় বাংলাদেশে। অন্য দিকে বাংলাদেশে তামাকজনিত অসুস্থতায় প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। দেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। 
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস। আরো বক্তব্য রাখেন, রংপুর -১ আসনের এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস বলেন, ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়ে তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা এবং আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,বাংলাদেশে বর্তমান মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশই তরুণ-তরুণী এবং এরাই কোম্পানির মূল টার্গেট। আইন শক্তিশালীকরণের মাধ্যমে তামাক কোম্পানির ছোবল থেকে এই প্রজন্মকে সুরক্ষা প্রদান করতে হবে।

54