বাংলাদেশ

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৩ মে ২০২৪


| ছবি: 

সারাদেশের মতো রংপুরের তারাগঞ্জে চলছে তীব্র দাবদাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তাই বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করলেন উপজেলার সয়ার বুড়িরহাট এলাকার মুসল্লিরা।  বৃহস্পতিবার সকাল ১১ টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আলহজ্ব আব্দুর রহমান । 
নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। ইসতিসকার নামাজের ইমাম আলহাজ্ব আব্দুর রহমান বলেন, হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও অনাবৃষ্টির সময়ে এভাবে ইসতিসকার নামাজ হয়েছে। এরপর বৃষ্টি হয়েছে। এ কারণে অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য মুসল্লিরা এই নামাজ আদায় করে থাকেন।

22