বাংলাদেশ

পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে ছুরি দিয়ে হত্যা চেষ্টা

মিঠু মুরাদ,পাটগ্রাম   লালমনিরহাট

০২ মে ২০২৪


| ছবি: 

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরি দিয়ে প্রকাশ্যে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে । বুধবার (১ মে) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় সুজন আলী সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরি দিয়ে প্রকাশ্যে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে জসীম মিয়া বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন হতে জমি-জমার বিষয় ইউনিয়ন পরিষদে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে কয়েকবার গ্রাম্যভাবে ও পাটগ্রাম থানায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় আগামী ০৮ই মে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে সার্ভেয়ারের মাধ্যমে মাপযোগ করে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে। ভুক্তভোগী সুজন আলী জানান, জসীম মিয়া সহ আরো সাত -আট জন মিলে দা, কুড়াল, ছোরা, রড ও বাঁশের লাঠি লইয়া নিম্ন তফসীল বর্ণিত নালিশী জমির উপর দখল দেওয়ার চেষ্টা করে। ছফিউদ্দিন উক্ত নালিশী জমির উপর দখল করার কথা জানতে চাইলে তাদের হাতে থাকা ছুরি দিয়ে কোপ মারা মাত্রই মাথার মাঝ বরাবর গুরুত্বর জখম হয় এবং মাটিতে পরে যায় মাটিতে পরা মাত্রই তাকে আবার হত্যার উদ্দেশ্যে সবাই মিলে এলোপাথারী কিল-ঘুষি মার-ডাং করিতে থাকে। এমতা অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। অভিযুক্ত জসীম মিয়ার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

15