বাংলাদেশ

সৈয়দপুর হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

০৩ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে এক শিক্ষকের একটি মোটরসাইকেল চুরি গেছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই মোটরসাইকেলটি চুরি যায়।
 থানা দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল শাখার বাংলা ভার্সনের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ।  ঘটনার দিন গতকাল শনিবার  তাঁর ছেলেকে  নিয়ে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যান তিনি। এরপর তাঁর ব্যবহৃত ১২৫ সিসি’র  ব্লু-কালো রংয়ের বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি ( রেজিঃ নম্বর: নীলফামারী-হ-৭৪৫১) বেলা পৌণে একটার দিকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিচতলার প্রধান ফটকের পশ্চিম পাশে দেয়ালের কাছে হ্যান্ডেল তালাবদ্ধ করে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ছেলেকে চিকিৎসককে দেখিয়ে বেলা আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন রক্ষিত স্থানে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি আর নেই। বেলা আনুমানিক পৌণে একটা থেকে দেড়টার মধ্যে অজ্ঞাত কে বা কারা  মোটরসাইকেলটির হ্যান্ডেলের তালা সুকৌশলে ভেঙ্গে চুরি করে নিয়ে যায় বলে  ধারণা  করেন তিনি। তাঁর চুরি যাওয়া মোটরসাইকেলটির মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর মোটরসাইকেলটির কোন  হদিস মেলেনি। এ মোটরসাইকেল চুরি ঘটনায় মালিক সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ গতকালই সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
গতকাল রাতে সৈয়দপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব জানান, এ নিয়ে কোন লিখিত অভিযোগ পাননি।

24