বাংলাদেশ

মেয়েকে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে শিক্ষকের জেল

রবিউল আলম বিপ্লব,পীরগাছা   রংপুর

০৩ মার্চ ২০২৪


| ছবি: 

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষা চলাকালে মেয়েকে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে ছফির উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে চার মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন। দণ্ডপ্রাপ্ত ছফির উদ্দিন (৫০) উপজেলার রহমতচর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। তার বাড়ি পাশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পরীক্ষা সংশ্লিষ্টরা জানায়, রোববার ওই পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলছিল। এতে ছফির উদ্দিনের মেয়েসহ তার মাদরাসার পরীক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অদূরে অন্য অভিভাবকদের মতো দাঁড়িয়ে ছিলেন ছফির উদ্দিন। এ সময় ছফির উদ্দিনকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আহত হয় সোহেল নামে এক পলিশ সদস্য। এসময় তাকে তল্লাশি করে প্রশ্নের উত্তরপত্র পাওয়া যায় বলে দাবি করা হয়। পরে তাকে চার মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা ভেটেনারী সার্জন মোহাম্মদ আলী বলেন, কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

33