বাংলাদেশ

হিলিতে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

২৬ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে সাম্প্রতিক সময় থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের মাদ্রাসায় শতভাগ উপস্থিতির লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়েছে। রবিবার(২৬ মে) উপজেলার ছাতনী-রাউতারা জে. এম. ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর হাতে একরঙের এই ছাতা তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকাল ১১টায় মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা ও ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রতিটি শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতনী-রাউতারা জে. এম. ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেদ মল্লিক বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকু, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ। এদিকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জামিল হোসেন চলন্ত জানান, এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও  আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত মাদ্রাসায় আসছে। তাদের উপস্থিতি যেন স্বাভাবিক থাকে এজন্য ছাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ৪০০ শিক্ষার্থীর হাতে হাতে ছাতা দিয়েছে। তারা যেন রোদ, গরম বা বৃষ্টির মধ্যে মাদ্রাসায় আসা-যাওয়া করতে পারে।

308