বাংলাদেশ

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো পেনশন বিষয়ক হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৩ মে ২০২৪


| ছবি: 

সার্বজনীন পেনশন স্ক্রীম বিষয়ক তথ্য ও রেজিস্ট্রেশন সহায়তা প্রদানের লক্ষে রংপুরে ‘পেনশন বিষয়ক হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। শুক্রবার  (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। সর্বজনীন পেনশন স্কীমের বিষয়ক এই হেল্প ডেস্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীরা পেনশন সংক্রান্ত তথ্যাদির পাশাপাশি রেজিষ্ট্রেশন করার সেবার পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। 

82