বাংলাদেশ

রংপুরে সাংবাদিক ও কবি রোমেনার স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০২ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, নারী সাংবাদিকতার পথিকৃত,সাহিত্যিক ও কবি রোমেনা চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (০২ জুন) বিকেল ছয়টায় প্রেসক্লাব মিলনায়তনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, সাধারণ সদস্য আব্দুর রহমান মিন্টু, রাজু আহম্মেদ, ক্লাবের হিসাবরক্ষক হাফিজুল ইসলাম, ক্লাব সহকারী নজরুল ইসলাম, ক্লাব সহযোগী আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

স্মরণসভার শুরুতে রোমেনা চৌধুরীসহ প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় এক নিরবতা পালন করা হয়। পরে রোমেনা চৌধুরীর জীবনকর্ম ও সাংগঠনিক স্মৃতি তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাংবাদিক ও কবি রোমেনা চৌধুরী দৈনিক দাবানল পত্রিকায় দীর্ঘদিন নারীপাতা সম্পাদনা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লিখতেন। ‘বাংলার চুয়াত্তর’, ‘সূর্যের সেতু' ও ‘ভেজামাটির গন্ধ’ গ্রন্থগুলো তাঁর অনবদ্য সৃষ্টি। তিনি রংপুর প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪০ সালের পহেলা জানুয়ারি রংপুর সদর উপজেলার শ্যামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৭০ বছর বয়সে ২০১০ সালের ০২ জুন ইন্তেকাল করেন। স্মরণসভা শেষে সাংবাদিক রোমেনা চৌধুরীসহ প্রয়াত সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

15