বাংলাদেশ

 উলিপুরে ৩ মাসব্যাপী শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

০৮ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষে তিন মাসব্যাপী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ জন অসচ্ছল নারীকে নিয়ে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু। এতে সভাপতিত্ব করেন, কালের কণ্ঠ শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী। 

কালের কণ্ঠ শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মাসুম করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজু, সহসভাপতি আইনুল ইসলাম, সদস্য বাইজিদ বোস্তামি, স্বাস্থ্য সহকারী বিএম আব্দুল ওহাব শাহ, সাংবাদিক আব্দুল মালেক। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নানামুখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে। এরই অংশ হিসেবে উলিপুর উপজেলায় ২০ জন নারীকে নিয়ে তাদের পথচলা শুরু হলো। দারিদ্র্য বিমোচনে এবং উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আজকের প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

11