বাংলাদেশ

কোরবানির ঈদ আসার আগেই বেড়েছে আদা রসুন পেঁয়াজের দাম

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

০৭ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কিছুদিন পর আসছে কোরবানির ঈদ। বিভিন্ন মসলার সাথে আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে দিনাজপুরের খানসামা উপজেলার বাজারগুলোতে। আমদানি কম হওয়ায় এসব জিনিসের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। শুক্রবার (৭ জুন) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ আগে যে আদা বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে, তা এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। ১৬০ টাকা কেজির রসুন বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা, ৬০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ।

বাজার করতে আসা মিলন বলেন, গত সপ্তাহে আদা ২০০ টাকা কেজি দারে কিনে ছিলাম। আজ তা ২৮০ টাকা কেজি হিসেবে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি করে? হাসনা হেনা নামে এক এনজিও কর্মী বলেন, আমরা দূর থেকে চাকরি করতে এসেছি। বেতন যা পাই তা দিয়ে সংসার চালানো দায়। সব কিছুর দাম উর্ধমুখী। রসুন, পেঁয়াজ ও আদা কিনতে এসে বিপাকে পড়েছি। এভাবে দাম বাড়তে থাকলে জীবন চালানো মুশকিল হয়ে যাবে। 

বাজার করতে আসা আজহার আলী আরেক ব্যক্তি বলেন, কোরবানির ঈদ আসছে। তাই সবার মসলা প্রয়োজন হয়। কিন্তু এই মসলার দাম কমার পরিবর্তে বাড়েছই শুধু। আজ বাজারে দেখছি আদা, রসুনের ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষ, নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকলে অনেক ভালো হয়।

খানসামা বাজারের সবজি ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, আমদানি কম হওয়ায় অনেক পণ্যের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে। কোরবানি ঈদ আসছে দাম আরো বাড়বে কিনা তা এখনে বলা যাচ্ছে না। বর্তমানে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।

35