বাংলাদেশ

ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

০৯ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে রবিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা ভুমি অফিস চত্বর থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  রেলি শেষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের  সভাপতি বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই রকেট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ। রেলি ও আলোচনা সভায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ছয় ইউনিয়নের তশিলদাররা উপস্থিত ছিলেন। 

8