বাংলাদেশ

রংপুরে নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী

নিজস্ব প্রতিবেদক   রংপুর

৩০ জানুয়ারী ২০২৪


| ছবি: 

রংপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, কথক নৃত্য প্রশিক্ষক শিবলী মোহাম্মদ, সৃজনশীল নৃত্য প্রশিক্ষক শামীম আরা নীপা, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। 
বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। বিভিন্ন সাংস্কৃতিক, নৃত্য ও নাট্য সংগঠনের শিল্পীরা ছাড়াও অভিভাবক, সাংবাদিক ও দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

21