বাংলাদেশ

দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

প্রতিনিধি দেবীগঞ্জ   পঞ্চগড়

০৮ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, যুদ্ধকালীন কম্পানি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। এবিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুরাব হোসেন বলেন, "সারাদেশের ন্যায় দেবীগঞ্জে ৭দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে পাঁচটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং সেবা প্রদান করা হবে। এছাড়া আগামীকাল ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হবে।" 

12