বাংলাদেশ

ক্যান্সার আক্রান্ত প্রভাষক রকেট বাঁচতে চায়

রবিউল আলম বিপ্লব,পীরগাছা   রংপুর

০৬ মার্চ ২০২৪


| ছবি: 

রংপুরের পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আসাদুজ্জামান রকেটের জীবন থমকে গেছে মরণব্যাধি ক্যান্সারে। যদিও তাকে বাঁচানোর চেষ্টায় কমতি রাখেনি তার পরিবার। মধ্যবিত্ত পরিবারটি ক্যান্সার আক্রান্ত রকেটের ব্যয়বহুল চিকিৎসায় সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যতটুকু জমিজমা ও নগদ অর্থ ছিল তা চিকিৎসার পেছনে ব্যয় করেছে। সবশেষ বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ভারতে নিয়ে উন্নত চিতিৎসার পরামর্শ দিয়েছেন। তবেই বাঁচবে রকেট। এজন্য প্রয়োজন আরও ১০-১২ লাখ টাকা যা মধ্যবিত্ত পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আসাদুজ্জামান রকেট রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মুসলিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। ২০১৩ সালে যোগদান করলেও বেতন না হওয়ায় মানবেতর জীবন অতিবাহিত করছেন তিনি। টাকার অভাবে রংপুরে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি এখন আনকোলজিস্ট অধ্যাপক ডা. স্বপন কুমার নাথের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার মা আফরোজা বেগম ও প্রথম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে আইমান জারিফ সাদ তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।   

সমাজে বিত্তশালী, হৃদয়বান, শুভাকাঙ্খী ও বন্ধুবান্ধবের নিকট আর্থিক সাহায্য কামনা করে আসাদুজ্জামান বলেন, পুরো চিকিৎসা করাতে আরও ১০-১২লক্ষ টাকার প্রয়োজন। এই ব্যয়বহুল চিকিৎসার খরচ তার একার পক্ষে বহন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এক বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছিনা। ডা. স্বপন কুমার নাথ ভারতে গিয়ে উন্নতমানের চিকিৎসার পরামর্শ দিয়েছেন এবং সঠিক চিকিৎসা পেলে ভালো হয়ে যাবেন তিনি। কেউ যদি আসাদুজ্জামান রকেটের চিকিৎসার জন্য মানবিক সহায়তা করেন তাহলে হয়তো তিনি বেঁচে যেতে পারেন। তার চিকিৎসার জন্য (বিকাশ) ০১৭১৯-৪৪০৩৭৫ ও সোনালী ব্যাংক একাউন্ট নম্বর-৩৪১৫২৯৮৮, পীরগাছা শাখা, রংপুরে সহায়তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

21