বাংলাদেশ

আওয়ামীলীগ নেতা তুষার কান্তি মন্ডলের মায়ের পরলোক গমন

নিজস্ব প্রতিবেদক   রংপুর

৩০ জানুয়ারী ২০২৪


| ছবি: 

বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর সাবেক সাধারণ সম্পাদক রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মন্ডলের মাতা লতা রানী মন্ডল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টায় পরলোক গমন করেছেন। ওঁ দিব্যান লোকান স্বঃ গচ্ছতু) পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। লতা রানী মন্ডল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের বৈরাতী হাটের পুটিমারী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছেলে তুষার কান্তি মন্ডলের গুপ্তপাড়ার বাড়িতে বসবাস করতেন। ছেলে তুষার কান্তি মন্ডলের হাত ধরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে করেছিলেন লতা রানী মন্ডল। রত্নাগর্ভা লতা রানী মন্ডল ইহলোক ত্যাগে ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেলেন। গতকাল মঙ্গলবার দুপুরে অন্তেষ্টিয়ার জন্য মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের বৈরাতী হাটের পুটিমারী গ্রামের মাদারেরদহ শ্বশানে দাহ করা হয়। এদিকে আওয়ামীলীগ নেতা তুষার কান্তি মন্ডলের মা লতা রানী মন্ডলের পরলোক গমনে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল রংপুর মহানগর  আওয়ামীলীগ আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম সহ সকল নেতৃবৃন্দ। শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

22