বাংলাদেশ

দেবীগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি দেবীগঞ্জ   পঞ্চগড়

১২ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ প্রদান করা হয়। বুধবার (১২ জুন) সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায়। এছাড়াও উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষী প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পঞ্চগড় জেলা উপ-পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায় সহ প্রমুখ। এছাড়াও প্রশিক্ষন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো উপজেলার বিভিন্ন অঞ্চলের পাট চাষি সহ গণ মাধ্যম কর্মীবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায় বলেন, বর্তমান সরকার পাট চাষ উৎপাদনে পাট চাষীদের সকল ধরনের সহযোগিতা যেমন পাট বীচ, সার সহ সকল সুযোগ সুবিধা দিচ্ছে এবং আগামীতেও দিতে আগ্রহী তাই পাট চাষে কৃষকদের ভূমিকা আরোও বেশি করে বাড়াতে হবে। পাট উৎপাদনে বাংলাদেশ যাতে করে আরো এগিয়ে যেতে পারে দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে বড় ভূমিকা পালন করে সেজন্য পাট চাষকে প্রাধান্য দিয়ে পাট চাষে আগ্রহ বাড়াতে হবে। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭৫ জন পাট চাষী অংশ গ্রহন করেন।

14